সড়ক দুর্ঘটনায় বগুড়ায় পলিটেকনিকের ২ শিক্ষার্থী নিহত

 



বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মাদলা ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছের ছেলে তানভীর হোসেন (২১)।

এতে সানি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিকের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।


শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তানভীর, সাগর এবং সানি মোটরসাইকেলে করে দ্বিতীয় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। শেরপুরের দিক থেকে আসা একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথে মাদলা ব্রিজের ওপরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়।

.

তিনি আরও বলেন, ট্রাক চালক পালিয়ে গেছেন। তবে ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

From – Md Sumon Biswas

Bogura Polytechnic Institute

Share করে সবাইকে জানিয়ে দিন।

PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

No comments

Powered by Blogger.