ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি
১৯৬২ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সংকোচনমূলক শিক্ষানীতি চাপিয়ে দেয়ার প্রতিবাদে দেশব্যাপী সংঘটিত তুমুল ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে ও মহান শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্র সংসদের যৌথ উদ্যোগে এক র্যালি নগরীর নাসিরাবাদস্থ চট্টগ্রাম পলিটেকনিক ক্যাম্পাসের ভেতরে শুরু হয়ে প্রশাসনিক ভবন ও বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সাজিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি বেলাল উদ্দিন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিয়াজি, ছাত্র সংসদের সহ সম্পাদক ইয়াসিন আরাফাত বাপ্পী।
বক্তারা বলেন, ৬২’-এর ছাত্র–জনতার আন্দোলনে অর্জিত রক্তস্নাত এই মহান শিক্ষা দিবসকে এতদিন পর্যন্ত জাতীয় দিবসের মর্যাদা না দেয়া জাতির জন্য লজ্জাজনক। তাই এবারের শিক্ষা দিবসের কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দিবসটি জাতীয় দিবসের মর্যাদা দেয়ার জন্য আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, প্রতি বছর পলিটেকনিক সমূহ থেকে এক লক্ষেরও বেশি শিক্ষার্থী ডিপ্লোমা পাশ করে বের হলেও তাদের উচ্চ শিক্ষার জন্য গাজীপুরে ৫৪০ আসনের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোন সরকারি বিশ্ববিদ্যালয় নেই। যার ফলে প্রতি বছর একলক্ষেরও বেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অনতিবিলম্বে দেশের প্রতিটি বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবি জানান। একই সাথে নগরীর গণপরিবহণে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ছাত্রলীগের সহ সম্পাদক শেখ ফজলে রাব্বী, ছাত্রলীগ নেতা রাসেল জমাদ্দার, কামবার হোসেন রকি, একরামুল কবির, মো. রাসেল, আদনান জয়, মো. খোরশেদ আলমসহ পলিটেকনিক ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
From- দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম থেকে প্রকাশিত)
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- www.facebook.com/BdEngineers24
.
Page Link- www.facebook.com/BdDiplomaEngineers
www.facebook.com/BdDiplomaEngineers
Leave a Comment