উপ সহকারী প্রকৌশলী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে DPDC



সরকারী চাকরির খবর,
.

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (DPDC),

পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (দুইটি পদ),
.
পদের সংখ্যা-  উপ সহকারী প্রকৌশলী - ২২ টি,
উপ সহকারী প্রকৌশলী - ৫৪ টি (মুক্তিযোদ্ধা কোটা),
মোট পদের সংখ্যা- ৭৬ টি
বেতন- ৩৯০০০ টাকা,
.
শিক্ষাগত যোগ্যতা:
উপ-সহকারী প্রকৌশলী - ২২ টি।
 ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, টেলিকমিউনিকেশন অথবা ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজী,


উপ-সহকারী প্রকৌশলী (মুক্তিযোদ্ধা কোটা)- ৫৪ টি।
ডিপ্লোমা ইন আর্কিটেকচার অথবা আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন, অটোমোবাইল, সিভিল, কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, পাওয়ার, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, টেলিকমিউনিকেশন অথবা ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি,


অভিজ্ঞতা- ছবি দেখুন,
আবেদনের নিয়ম ও বিস্তারিত ছবিতে দেখুন।
আবেদন প্রকাশ তারিখ- ২১/১২/২০১৭

.
আবেদন শেষ তারিখ- ০৯/০১/২০১৮

আবেদন ফী - ১৫০০ টাকা,
সুত্র- বাংলাদেশ প্রতিদিন 


PageLink-  http://www.Facebook.com/BdDiplomaEngineers
আবেদন করার জন্য বিস্তারিত নিয়ম কানুন ও যাবতীয় তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে
Share করে সবাইকে জানিয়ে দিন।


From – Mohammad hasib
PageLink- http://www.Facebook.com/BdEngineersJobs
.
Page Link- http://www.Facebook.com/BdDiplomaEngineers

No comments

Powered by Blogger.