মানোন্নয়ন পরীক্ষা নিয়ে ঢাবির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাত কলেজের শিক্ষার্থীরা
মানোন্নয়ন পরীক্ষা নিয়ে ঢাবির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাত কলেজের শিক্ষার্থীরা | bdengineer.com
স্নাতক প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সর্বোচ্চ ২০ ক্রেডিটের মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত সাত কলেজের স্নাতক শ্রেণির দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এতে বলা হয়, ‘একজন শিক্ষার্থী প্রথম বর্ষ হতে চতুর্থ বর্ষ পর্যন্ত সর্বোচ্চ ২০ ক্রেডিট মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।’ অর্থাৎ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সব নিবন্ধিত শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২০ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন, তারা তৃতীয় বর্ষ সম্মান ২০২১ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে চাইলে পূর্ববর্তী দুই বর্ষে ২০ ক্রেডিটের নিচে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়া থাকতে হবে।
২০২০ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ তিনটি পত্রে অকৃতকার্য/অনুত্তীর্ণ/ অনুপস্থিত শিক্ষার্থীরাও মানোন্নয়ন পরীক্ষার এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের ক্ষোভ প্রকাশ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
তারা বলছেন, এমন এক সময় এই নোটিশ দেওয়া হয়েছে, যখন অনেক শিক্ষার্থীই প্রথম ও দ্বিতীয় বর্ষে ইতিমধ্যেই ২০ ক্রেডিটের পরীক্ষায় অংশ নিয়ে ফেলেছে। এ অবস্থায় এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আরিফ হাসান বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষেই এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া দরকার ছিল যে, তোমরা ২০ ক্রেডিটের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। হুট করে শেষ সময় এমন বলাটা অযৌক্তিক। কেননা এর আগেই অনেক শিক্ষার্থী ২০-২৪ ক্রেডিট পরীক্ষা দিয়ে ফেলেছে। কারন এমন কোনো তথ্য ছিল না যে, ২০ ক্রেডিটের বেশি মানোন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে না। তাই ২০ ক্রেডিটের সিস্টেম বাতিলের দাবি জানাচ্ছি।
From- News
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh
Leave a Comment