বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পার্ল পেপার এন্ড বোর্ড মিলস






প্রতিষ্ঠানের নামঃ- পার্ল পেপার এন্ড বোর্ড মিলস লিঃ ,

পদের নামঃ-  প্রকল্প প্রধান, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক), প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ), প্রধান উৎপাদন ব্যবস্থাপক, সহকারী, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক), সহকারী প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ), সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), সহকারী, প্রকৌশলী (বিদ্যুৎ)

পদের সংখ্যা- উল্লেখ নেই,

শিক্ষাগত যোগ্যতা:  সংশ্লিষ্ট বিষয় গুলুতে স্নাতক ও স্নাতকোত্তর, B.Sc Engineering ও Diploma Enginneering পাশ,
চাকরির ধরনঃ ফুল টাইম,

বেতন সীমা: আলোচনা সাপেক্ষ
অভিজ্ঞতা- ছবি দেখুন,

আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০১৮
সূত্র- On Line News,

বিস্তারিত তথ্য ও আবেদনের জানার জন্য প্রতিষ্ঠান এর ওয়েবসাইট দেখুন, আবেদন করার জন্য প্রতিষ্ঠানের E- mail address- hrm@maguragroup.com.bd এই ঠিকানায় আপনার CV পাঠান, এবং আপনার জীবনবৃত্তান্ত সহ অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে , অথবা সরাসরি আপনার যাবতীয় কাগজ পত্র প্রতিষ্ঠান এর ঠিকানায় পাঠান,

Facebook link- http://www.facebook.com/BdDiplomaEngineers

কোম্পানীর তথ্য- Magura Group
Address : Plot-314/A, Block-E, Road-18, Bashundhara R/A, Dhaka-1229.
E-mail: hrm@maguragroup.com.bd
.
From – Mohammad hasib
.
PageLink- http://www.Facebook.com/BdEngineersJobs
.
Page Link- http://www.Facebook.com/BdDiplomaEngineers

No comments

Powered by Blogger.