পলিটেকনিকের শিক্ষার্থী ফাহিমকে বাঁচাতে এগিয়ে আসুন
ব্লাড ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র মাঈনুল আবেদীন ফাহিমের অবস্থা সংকটাপন্ন৷ তাকে আবারও ইন্ডিয়া নেওয়ার প্রস্তুতি চলছে৷
একবার আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে সে এতদিন সুস্থ ছিল৷
কিন্তু মেডিকেল রিপোর্টে আবারও তার লিউকোমিয়া দেখা যাচ্ছে৷ প্লাটিলেট নেমে এসেছে মাত্র ৫ হাজারে৷
ফাহিমের জন্য আরও একবার সাহায্যের হাত বাড়ানোর সময় এসেছে৷
এবার তার চিকিৎসায় খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা৷ এত টাকার যোগান দেওয়া তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব৷
তাহলে কি পিতা হারিয়ে ফেলবেন তাঁর পুত্রকে? ভাই হারাবে তার ভাইকে? খালি হয়ে যাবে সুইডিশের একটি বেঞ্চ?
আসুন না চেষ্টা করি৷ বাকিটা আল্লাহর ইচ্ছা৷
তাই সবাই এবং বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিবারের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থীরা, প্লিজ এগিয়ে আসুন৷ যে যেভাবে পারেন, ফাহিমের চিকিৎসার জন্য সহায়তা করুন৷
Bkash: 01840147304 (personal)
Account name : Minhajul Abedin
Account number : 1401202837067001
Brac bank
Cox's Bazar Branch (ফাহিমের বড়ভাই)
From- মাইনুল এইচ সিরাজী
Teacher at Chittagong Polytechnic Institute
.
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- www.Facebook.com/BdEngineersJobs
.
Page Link- www.facebook.com/BdDiplomaEngineers
Leave a Comment