বাকাশিবোর নতুন চেয়ারম্যান ড. মোরাদ হোসেন মোল্ল্যা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ পলিটকেনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
কারিগরি শিক্ষা বোর্ডের সর্বশেষ চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান গত ৪ ফেব্রুয়ারি এ বোর্ড থেকে বিদায় নেন। তিনি ৭ ফেব্রুয়ারি অবসরে যান। তারপর থেকে বোর্ডের সচিব মো. মাহবুবুর রহমান আর্থিক ক্ষমতা পেয়ে দৈনন্দিন কাজ চালিয়ে নেন।
কারিগরি শিক্ষা বিষয়ে সারাদেশে একটিই মাত্র বোর্ড। কারিগরি শিক্ষার বিষয়ে বিভিন্ন পাবলিক পরীক্ষা গ্রহণ ছাড়াও সারাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, অনুমোদন, স্থাপন, পাঠদানের অনুমতি প্রদান, স্বীকৃতি প্রদান, কারিকুলাম অনুমোদন ও প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের কাজ করে থাকে এ বোর্ড।
ড. মো. মোরাদ হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, বোর্ডের চেয়ারম্যান পদে তার নিয়োগের কথা শুনেছেন। এখনো চিঠি হাতে পাননি। চিঠি পেলে বুধবার তিনি যোগদান করবেন বলে জানান।
PageLink- http://www.Facebook.com/BdDiplomaEngineers
.
From- Online News
.
Share করে সবাইকে জানিয়ে দিন।
.
From – Mohammad hasib
PageLink- http://www.Facebook.com/BdEngineersJobs
.
Page Link- http://www.Facebook.com/BdDiplomaEngineers
Leave a Comment