ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী

 


সরকারী চাকরির খবর,

.

বাংলাদেশ নৌবাহিনী

Bangladesh Navy,

.

পদের নাম: Direct Entry Artificer, 4th (ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ৪র্থ),

.

বেতন- সকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাবলি সহ সশস্ত্রও বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে ।

শিক্ষাগত যোগ্যতা:সংশ্লিষ্ট বিষয় গুলুতে ডিপ্লোমা ইন -ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক্স, পাওয়ার,মেকানিক্যাল, মেরিন, শিপ বিল্ডিং টেকনোলজি

পলিটেকনিক ইন্সিটিউট হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে ।

.

অভিজ্ঞতা- ছবি দেখুন,

আবেদনের নিয়ম ও বিস্তারিত ছবিতে দেখুন।

আবেদন ফী-  ২০০ টাকা

.

আবেদন প্রকাশ তারিখ- 10/08/2020

সূত্র -   দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আবেদন শেষ তারিখ-  30/08/2020

আবেদন প্রক্রিয়া - On Line

.

PageLink-  Diploma Engineers of Bangladesh

.

আবেদন করার জন্য বিস্তারিত নিয়ম কানুন ও যাবতীয় তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে

আরো যাবতীয় তথ্য পেতে আমাদের পেজে লাইক দিয়ে Active থাকুন 

Follow করুন Diploma Engineers of Bangladesh (BD) Group এ 

.

Share করে সবাইকে জানিয়ে দিন।

.

From – Mohammad hasib

Page Link- Diploma Engineers of Bangladesh

.

PageLink- Engineers Jobs in Bangladesh

No comments

Powered by Blogger.