ঘরে বসেই লাখ লাখ জাল টাকা বানান দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

 




ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চাকরি ছেড়ে ঘরে বসে বানান জাল টাকা


ঘরে বসে ‘উন্নত’ জাল টাকা বানান দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আজ তাদের কাছ থেকে জাল ৪৬ লাখ টাকা ও জাল টাকা তৈরির সামগ্রীও জব্দ করেছে পুলিশ,

গত ২ মে প্রথম আলোর সূত্রের বরাত দিয়ে এই রকম তথ্য জানা গেছে,
আটক ব্যক্তিদের মধ্যে পিয়াস ও ইমাম হোসেন বরিশাল পলিটেকনিক থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন।


এর মধ্যে ইমাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। অপর আসামি ইঞ্জিনিয়ার পিয়াস বরিশাল সরকারি পলিটেকনিক কলেজ থেকে পাওয়ারের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন।

বেশি টাকা পাওয়ার লোভে ভালো চাকরি ছেড়ে দিয়ে জাল টাকা তৈরির অবৈধ কাজে জুটে যান দুজনই,
আটক ব্যক্তিদের কাছ থেকে জাল ৪৬ লাখ টাকা ও জাল টাকা তৈরির সামগ্রীও জব্দ করেছে পুলিশ। খাটের তলায়, জাজিমের নিচে, আলমারিতে কাপড় চোপড়ের ভেতর থেকে পুলিশ ওই জাল টাকা বের করে আনে।
প্রথম আলোর সূত্রের বরাত দিয়ে আরো জানা যায় যে, তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, হিট মেশিন, বিভিন্ন ধরনের স্ক্রিন, ডাইস, জাল টাকার নিরাপত্তা সুতা, বিভিন্ন ধরনের কালি, আঠা এবং স্কেল কাটারসহ আরও অনেক সামগ্রী উদ্ধার হয়। পুলিশ বলছে, তাঁরা আরও দেড় কোটি জাল টাকা তৈরি করার মতো সরঞ্জাম মজুত করেছিলেন।


তারা জানায়, এই দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের তৈরি জাল টাকার মান উন্নত। খালি চোখে দেখে বোঝারই উপায় নেই এগুলো জাল। ঈদ সামনে রেখে জাল টাকার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।


সূত্র - দৈনিক প্রথম আলো
Share করে সবাইকে জানিয়ে দিন

From- Online News

আরো যাবতীয় তথ্য পেতে আমাদের পেজে লাইক দিয়ে Active থাকুন 

 Engineers Jobs in Bangladesh


 Diploma Engineers of Bangladesh


Follow করুন Diploma Engineers of Bangladesh (BD) Group এ 

Share করে সবাইকে জানিয়ে দিন।
.
Page Link- www.facebook.com/BdDiplomaEngineers

No comments

Powered by Blogger.